৫২ ক্রাইম রিপোর্টার।।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে গত বছর পহেলা বৈশাখে নারীদের লাঞ্ছনার ঘটনায় মো. কামাল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশ গত বুধবার গভীর রাতে রাজধানীর চকবাজার থেকে তাকে গ্রেফতার করে।
তাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বৃহস্পতিবার আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে।কামাল পেশায় কাঁচামাল বিক্রেতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। প্রায় নয় মাস পর এ ঘটনায় প্রথম কাউকে গ্রেফতার করা হলো।এ ব্যাপারে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মাশরুকুর রহমান খালেদ বলেন, ঘটনার পর কোনো আসামি শনাক্ত ও গ্রেফতার না হওয়ায় আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয়া হয়।
এ কারণে কামালকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। আদালতের অনুমতি পাওয়ার পর তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হবে। তিনি বলেন, ঘটনার প্রত্যক্ষদশী এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে যে ৮ জন নারী লাঞ্ছনাকারীকে শনাক্ত করা হয়েছিল, কামাল তাদের মধ্যে তৃতীয় ব্যক্তি। গোপন সংবাদের ভিত্তিতে চকবাজার থানার খাজী দেওয়ানের প্রথম লেনের ৭৭ নম্বর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযান পরিচালনাকারী মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার হাসান আরাফাত বলেন, আটকের পর কামাল প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে সে নিজেই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তবে তার সঙ্গে যে সাতজনকে চিহ্নিত করা হয়েছে তাদের সে চেনে না বলে দাবি করেছে। মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, একজন সাধারণ মানুষের দেয়া তথ্য মতে কামালের খোঁজ পাওয়া যায়।