৫২ মফস্বল ডেস্ক।।
শেরপুরের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। গতকাল সকালে কমপ্লেক্সের জরুরি বিভাগে ওই ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত ওয়ার্ডবয় আব্দুল্লাহকে আটক করেছে শ্রীবরদী থানা পুলিশ।
হাসপাতাল ও শ্লীলতাহানির শিকার ওই মেয়ের পরিবার সূত্র জানায়, তলপেটে ব্যথাজনিত কারণে মেয়ের মা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগে কোনো চিকিৎসক না থাকায় ওয়ার্ডবয় আব্দুল্লাহ মাকে রেখে শারীরিক চেকআপের জন্য কিশোরীকে আলাদা কক্ষে নিয়ে যায়। সেখানে নিয়ে আব্দুল্লাহ মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এ খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিকভাবে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পরে পুলিশ খবর পেয়ে জরুরি বিভাগ থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে মেয়েটির মা জানায়, তার মেয়েকে চেকআপের সময় একটি ব্যবস্থাপত্র দিয়ে ওষুধ আনতে বলে। তিনি ওষুধ আনতে গেলে ওই সুযোগে ওয়ার্ডবয় তার মেয়ের শ্লীলতাহানি ঘটিয়েছে। এদিকে ওয়ার্ডবয় আব্দুল্লাহ জানায়, সে তাকে কোনো চেকআপ করেনি। শুধু জরুরি বিভাগে গিয়েছিল। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুজ্জামান বলেন, অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয়ভাবে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।