৫২ বিনোদন ডেস্ক।।
মোশাররফ করিম একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। ঢাকা শহরে আসার পর থেকে নানান বিড়ম্বনা তার পিছু লাগে। কিছুতেই সবার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারছেন না। অনেকে পাত্তাও দেয় না তাকে। তাই এবার ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করার পন্থা অবলম্বন করলেন মোশাররফ করিম।
নিজের নামের পাশে যোগ করলেন ‘রক’। সে সঙ্গে সবার কাছে একজন প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে পরিচয় করানো শুরু করলেন। যা তিনি নন। মিথ্যার আশ্রয় নানারকম সুযোগ-সুবিধাও আদায় করেন। শুধু তাই নয়, নিজেকে ছাত্রনেতা হিসেবে দাবি করে ক্যাম্পাসের অনেক মেয়ের সঙ্গও পান। যারা তার প্রেমে হাবুডুবু খান। একজন সাধারণ মানুষ থেকে মিথ্যার আশ্রয় নিয়ে ‘রক’ হিসেবে বেড়ে ওঠার পেছনে একমাত্র কারণ নিজেকে টিকিয়ে রাখা। আর কিছুই নয়। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের এ চিত্র কিন্তু তার বাস্তব জীবনের কোনো অংশ নয়।
‘রক’ নামের একটি টেলিছবিতে তাকে এমন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এতে একজন সাধারণ সোহেল থেকে ‘রক সোহেল’ হয়ে ওঠার গল্পই দেখা যাবে বলে নির্মাতা মাইদুল রাকিব জানান। নির্মাণের পাশাপাশি টেলিছবির গল্প ও চিত্রনাট্য তিনিই লিখেছেন। এতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, এটা দারুণ একটা গল্প। অভিনয় করে ভালো লেগেছে। আশা করছি দর্শক উপভোগ করবেন। এ টেলিছবিতে মোশাররফ করিমের বিপরীতে শখকে অভিনয় করতে দেখা যাবে। এদিকে খণ্ড নাটক ও টেলিছবিতে অভিনয়ের পাশাপাশি মোশাররফ করিম অভিনীত তিনটি ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে প্রচার চলছে। তার মধ্যে রয়েছে, বাংলাভিশনে ‘চলিতেছে সার্কাস’ ও ‘লড়াই’ এবং আরটিভিতে ‘এই কূলে আমি আর ঐ কূলে তুমি’।