নুরুল আমিন,ভোলা থেকে।।
ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্ধ সম্পন্ন হয়েছে।আজ শনিবার ৩০জানুয়ারি চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসে চরফ্যাশন পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার ও ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে প্রতিক বরাদ্ধ দিয়েছেন।
প্রতিক বরাদ্ধ পেয়েই প্রার্থীরা নেমে পড়েছেন প্রচার-প্রচারনায়। প্রচার মাইকিং ও হ্যান্ডবিল বিতরন চলছে পুড়োদমে। প্রার্থী ও তাদের সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে নিজ নিজ প্রার্থীর পক্ষে ভোট ও সমর্থন আদায়ের চেষ্টা করছেন।হেলাল উদ্দিন খান জানান, নির্বাচন কমিশন কর্তৃক মেয়র পদে দলীয় প্রতিকে নির্বাচন হওয়ার কারনে চরফ্যাশন পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আ,ন,ম আমিরুল ইসলাম মিন্টিজ ধানের শীষ প্রতিকে ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বাদল কৃষ্ণ দেবনাথ নৌকা প্রতিক পেয়েছেন। সাধারন আসনের ওয়ার্ড-১ কাউন্সিলর পদে সাংবাদিক মোঃ মিজানুর রহমান (পাঞ্জাবি), ও মোঃ মহিউদ্দিন (টেবিল ল্যাম্প),মাকসুদুর রহমান (পানির বোতল),মোঃ আলাউদ্দিন মাতাব্বর (উটপাখি),মোঃ ইকবাল ব্ল্যাক বোর্ড প্রতিক বরাদ্ধ পেয়েছেন। সাধারন আসনের ওয়ার্ড-২ কাউন্সিলর পদে মোঃ জসিম উদ্দিন হাওলাদার(পানির বোতল),মোঃ নজরুল ইসলাম কিষান(পাঞ্জাবি),মোঃ মফিজ(উটপাখি),মোঃ সামছুদ্দিন(টেবিল ল্যাম্প) ও মোঃ অহিদ ডালিম প্রতিক পেয়েছেন।
সাধারন আসনের ওয়ার্ড-৩ কাউন্সিলর পদে মোঃ ফারুক হোসেন(উটপাখি),মোঃ সিরাজুল ইসলাম(পানির বোতল),মোঃ মঞ্জু(ডালিম) ও মোঃ ইউনুছ পাঞ্জাবি প্রতিক পেয়েছেন।সাধারন আসনের ওয়ার্ড-৪ কাউন্সিলর পদে মোঃ আকতারুল আলম সামু(উটপাখি) ও মোঃ জামাল উদ্দিন সবুজ পাঞ্জাবি প্রতিক পেয়েছেন।সাধারন আসনের ওয়ার্ড-৫ কাউন্সিলর পদে মোঃ মাহাবুব আলম(পানির বোতল)মোঃ জাকির হোসেন(ব্ল্যাক বোর্ড),মোঃ আকবর হোসেন(উটপাখি),মোঃ গিয়াস উদ্দিন(ডালিম) ও মোঃ ইউনুছ পাঞ্জাবি প্রতিক পেয়েছেন। সাধারন আসনের ওয়ার্ড-৬ কাউন্সিলর পদে মোঃ আবুল কালাম আজাদ(পাঞ্জাবি),মোঃ জহির রায়হান(উটপাখি) ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন পানির বোতল প্রতিক পেয়েছেন। সাধারন আসনের ওয়ার্ড-৭ কাউন্সিলর পদে মোঃ এনায়েত উল্যাহ(ডালিম),মোঃ ফকর উদ্দিন আল মামুন(পাঞ্জাবি),মোহাম্মদ বাবলু(টেবিল ল্যাম্প),তরিকুল ইসলাম মিলন(পানির বোতল) ও দাইমুদ্দিন হাওলাদার উটপাখি প্রতিক পেয়েছেন। সাধারন আসনের ওয়ার্ড-৮ কাউন্সিলর পদে মোঃ জাহিদুল ইসলাম রাসেল(পাঞ্জাবি) ও মোঃ আবু জাহের ভূঁইয়া উটপাখি প্রতিক পেয়েছেন।
সাধারন আসনের ওয়ার্ড-৯ কাউন্সিলর পদে মোঃ আবদুল মতিন(পানির বোতল),মোঃ জোবায়ের হোসেন(পাঞ্জাবি),এমদাদুল হক(ডালিম),মোঃ কামাল উদ্দিন(স্ক্রু-ড্রাইভার),মিজানুর রহমান(উটপাখি) ও নুর ইসলাম ব্ল্যাক বোর্ড প্রতিক পেয়েছেন। এছাড়া সংরক্ষিত আসনের ওয়ার্ড নং-১ (১,২,৩নং ওয়ার্ড) কাউন্সিলর পদে ফরিদা পারভীন(ভ্যানিটি ব্যাগ),পারভীন বেগম(কাঁচি),ফাতেমা খাতুন(হারমোনিয়াম) ও সুফিয়া খাতুন আঙ্গুর প্রতিক পেয়েছেন। সংরক্ষিত আসনের ওয়ার্ড নং-২ (৪,৫,৬নং ওয়ার্ড) কাউন্সিলর পদে জেসমিন আক্তার(আঙ্গুর),পারভিন(চকলেট),বিবি হাজেরা(গ্যাসের চুলা),মোসাঃ সাহিনা(মৌমাছি),শেফালি বেগম(ভ্যানিটি ব্যাগ) ও হাওয়ানুর বেগম কাঁচি প্রতিক পেয়েছেন। সংরক্ষিত আসনের ওয়ার্ড নং-৩ (৭,৮,৯নং ওয়ার্ড) কাউন্সিলর পদে খাদিজা বেগম(কাঁচি) ও জাহানারা বেগম আঙ্গুর প্রতিক পেয়েছেন।