৫২ খেলাধুলা ডেস্ক।।
তৃণমূল থেকে ফুটবলার তৈরির লক্ষ্যকে সামনে রেখে গতকাল শনিবার শুরু হয়েছে ৬০ দলের পাইওনিয়ার ফুটবল লিগ। লিগের উদ্বোধনী খেলায় বসুন্ধরা কিংস ২-০ গোলে বাংলাদেশ সাপোর্টার্স ফোরামকে পরাজিত করে।
পাইওনিয়ার লিগের উদ্বোধনের আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক পল্টন আউটার স্টেডিয়ামে কিশোর ফুটবলারদের বলেন, ‘আগে ফুটবল আমাদের দেশের ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খেলা ছিলো। এখন যেমন ক্রিকেট জনপ্রিয়তায় সবার উপরে। আমার বিশ্বাস ফুটবলও আবার আগের মতো জনপ্রিয় হয়ে উঠবে।
মেয়র আনিসুল হক বলেন, তোমরা যদি ফুটবলকে নিজেদের স্বপ্ন হিসেবে নিতে পারো এবং খেলাটাকে নিজেদের রক্তের সাথে মিশে দিতে পারো, তাহলে একদিন সফল হবেই।অনূর্ধ্ব-১৬ বছর বয়সী ফুটবলারদেরকে যদি যথাযথ প্রশিক্ষণ এবং সুযোগ-সুবিধা দেয়া যায় তাহলে এদের মধ্য থেকে মেসির মতো তারকা ফুটবলার বেরিয়ে আসবে বলে মত দেন মেয়র। তিনি বলেন, এদেরকে ভালো ভাবে প্রশিক্ষণ দিতে পারলে, আগামীতে এদের মধ্য থেকে এমন কিছু ফুটবলার বেরিয়ে আসবে যারা দেশের মুখ উজ্জ্বল করার পাশাপাশি দেশের বাহিরেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সহ-সভাপতি বাদল রায় ও পাইওনিয়ার ফুটবল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান বিজন বড়ুয়া।