
৫২ জাতীয় ডেস্ক।। বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে দেশে ও বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্যে বঙ্গবন্ধু ফেলোশিপ ট্রাস্ট নামে একটি ট্রাস্ট গঠনের প্রস্তাব করে রবিবার সংসদে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট বিল-২০১৬ উত্থাপন করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিলটি উত্থাপন করেন।
বিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের ট্রাস্টি বোর্ড গঠনের প্রস্তাব করা হয়েছে।
বিলে প্রস্তাবিত ট্রাস্টের লক্ষ্য ও উদ্দেশ্য, পরিচালনা ও প্রশাসন, ট্রাস্টি বোর্ড গঠন, কমিটি, ট্রাস্টি বোর্ডের সভা, ট্রাস্টির তহবিল, বিধি ও প্রবিধান প্রণয়নের ক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করা হয়েছে।
পরীক্ষা-নিরীক্ষা করে ১০ দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।
এছাড়া রবিবার সংসদে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বার্ষিক প্রতিবেদন-২০১৪ উত্থাপন করেন। পাশাপাশি পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট কমিটির সভাপতি আবুল কালাম আজাদ উত্থাপন করেন।
এ জাতীয় আরো খবর...