রবিবার দুপুরে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে জঙ্গি দমনের যুদ্ধ চলছে। আমরা যুদ্ধের মাঠে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গি দমনের এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন।
মন্ত্রী বলেন, নষ্ট সময়েন শেষ। এ দেশে আর কখনোই রাজাকারের সরকার আসবে না।
তিনি বলেন, খালেদা জিয়া গণতন্ত্রের পথ ছাড়লেন। আগুন যুদ্ধের পথ নিলেন। রাজাকার-জঙ্গিদের নিয়ে খালেদা জিয়া ক্ষমতা দখলের চক্রান্ত করলেন। দেশকে যদি আরেকটা উন্নয়নের ধাপে উঠতে হয় তাহলে রাজনীতিকদের কর্তব্য হচ্ছে খালেদা জিয়া ও বিএনপি-জামায়াতকে আর ক্ষমতা দখল করতে দেয়া যাবে না।
এ অবস্থায় খালেদা জিয়া ও বিএনপি দেশের রাজনীতিতে থাকবে কী থাকবে না এ গুরুত্বপূর্ণ বিষয়ের মীমাংসা করতে হবে বলে কড়া মন্তব্য করেন তিনি।
কারণ, খালেদা জিয়া ক্ষমতায় এলে মুক্তিযোদ্ধাদের ক্রীতদাস বানানো হবে উল্লেখ করে তিনি বলেন, এ দেশকে নিরাপদ করতে হলে আগুন সন্ত্রাসী খালেদা জিয়াকে বিতাড়িত করতে হবে।
জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেনের পরিচালনায় এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, জাসদের স্থায়ী কমিটির সদস্য শিরীন আখতার এমপি, জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান এমপি, লুৎফা তাহের এমপি, জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা, জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চুন্নু।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান মোক্তাদির, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।