৫২ মফস্বল ডেস্ক।।
মনোহরগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ করা হয়েছে। উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের পরিবার কল্যান সহকারী ইয়াসমিন আক্তার এ অভিযোগ করেন।
অভিযোগকারী বিষয়টির সুষ্ঠু বিচার চেয়ে প্রশাসনের ঊর্ধ্বতন মহল এবং মনোহরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেনঅভিযোগে জানা যায়, ভূক্তভুগী ওই কর্মচারী এলাকার আমেনা মেম্বারের বাড়িতে দায়িত্বরত অবস্থায় হঠাৎ মুঠো ফোনে পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমান তাকে জরুরী ভাবে আরেক পরিবার কল্যাণ সহকারী হোসনেয়ারার বাড়িতে আসতে বলেন।
ওখানে এসে ইয়াসমিন আক্তার দেখেন ওনারা দুইজন একসঙ্গে বসে নাস্তা করছেন। এ সময় পূর্ব পরিকল্পিত ভাবে ইয়াসমিন ও ওই কর্মকর্তাকে ঘরে রেখে হোসনেয়ারা রান্না ঘরে যাওয়ার কথা বলে বেরিয়ে যায়। এরপর এক পর্যায়ে খলিলুর রহমান তাকে জোর পূর্বক শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এ সময় সে নিজের ইজ্জত বাঁচাতে ওই জায়গা থেকে কোন মতে দৌড়ে পালিয়ে বাড়ি এসে তার চাচা সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল খালেক দয়ালসহ পরিবারের অন্যান্যদের বিষয়টি জানান।পরে সে ওই বিষয়টির সুষ্ঠু বিচারের জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর এবং মনোহরগঞ্জ থানায় ওই দুজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এদিকে বিষয়টি জানাজানি করায় এবং বাড়াবাড়ি না করার জন্য ওই কর্মকর্তা ইয়াসমিনকে চাকরিচ্যুত করাসহ নানা ক্ষয়ক্ষতির হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন।কুমিল্লার পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মাহবুবুল করিমের নিকট অভিযোগের বিষয়ে জানতে চাইলে, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ঘটনার সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপুল ভট্টাচার্য জানান, পুলিশ রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।এদিকে মনোহরগঞ্জ উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা খলিলুর রহমানের নিকট অভিযোগের বিষয়ে জানতে তার মুঠোফোন বন্ধ থাকায় অনেকবার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ জাতীয় আরো খবর...