জাহিদ হাসান জিহাদ।।
গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের স্বর্ণ পদক প্রাপ্ত কাউন্সিলর গাজীপুর জেলা তরুন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ভোরের অপেক্ষা পত্রিকার নির্বাহী সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, গাজীপুর মহানগর আওয়ামীলীগের অন্যতম নেতা ও গাছার রত্ন আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেছেন, আজকের ছেলেমেয়েরা আগামী দিনের ভবিষ্যৎ।
গরীব দেখে তাদেরকে অবহেলা করা যাবে না। তাদের ভেতের লুকিয়ে আছে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। তাদের মাঝ থেকে হয়তো কেউ প্রধান মন্ত্রী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবি হবে, তাই তাদেরকে গরীব বলে দুরে ঠেলে দিলে হবে না। তারা আমাদের সন্তান সমতুল্য তাই গরীব মেধাবী শিক্ষার্থীদের জন্য সমাজের বিত্তবান ব্যক্তিদেরকে এগিয়ে আসার আহব্বান জানান এবং তিনি আরো বলেন, গরীব মেধাবী ছাত্র-ছাত্রদীরদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে এবং তাদের সার্বিক সহযোগিতা করার জন্য যা যা করা দরকার আমি করব। উপরোক্ত কথাগুলো আজ গাছা বঙ্গবন্ধু কলেজ মাঠ প্রাঙ্গনে কুনিয়া ডিভাইন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত। গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকন বিতরণ উৎসব ২০১৬ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য এসব কথা বলেন।
ডিভাইন ফাউন্ডেশনের সভাপতি মোঃ জাহিদ হোসাইন রুবেলের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন। যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ শফিকুল ইসলাম শফিক, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড বাজার, বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ বকুল মিয়া, ৩৬নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ ফরহাদুল ইসলাম মিলন সহ উপস্থিত ছিলেন গাছা ইউনিট সেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ নবীন হোসেন, ৩৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আবু রায়হান খন্দকার বাবু, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন, মোঃ শফিকুল ইসলাম শফিক, মহানগর তাঁতীলীগের দপ্তর সম্পাদক মোঃ হাসান সরকার, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ লিটন খান, ৩৫নং ওয়ার্ড স্বেচ্চাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন, উক্ত ফাউন্ডেশনের সাধারন সম্পাদক জয়নাল আবেদীন, কোষাধক্ষ রাজন রহমান, প্রচার সম্পাদক লুৎফর রহমান শিশির প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মোঃ আনোয়ার হোসেন।