এমনটি না হলে পৌরসভার মতো ইউপি নির্বাচনেও দলীয় প্রার্থীদের ভরাডুবি হবে বলে আশংকা প্রকাশ করেন তিনি।তবে জিএম কাদের বলেন, জাতীয় পার্টির সদস্যদের মন্ত্রিসভা থেকে পদত্যাগ স্বাভাবিক প্রক্রিয়ায় বাস্তবায়িত হবে।বুধবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে দলীয় কাউন্সিলের প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান বলেন, কাউন্সিলের মাধ্যমে জনগণের প্রত্যাশা অনুযায়ী দলকে পুনর্গঠন করা হবে।গত ৩১ জানুয়ারির প্রেসিডিয়াম বৈঠকে দলের কয়েকজন সদস্যের উপস্থিত না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, অনেকে অসুস্থতার কারণে সেই বৈঠকে আসতে পারেননি।জাতীয় পার্টিতে নবজাগরণ সৃষ্টি হয়েছে মন্তব্য করে নেতা-কর্মীদের দলের প্রতি আস্থা রাখার আহ্বান জানান জিএম কাদের।
সভায় আরও উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।