৫২ মফস্বল ডেস্ক।।
টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া বলেছেন, দৈনিক যুগান্তর পত্রিকাটি সত্য প্রকাশে অবিচল থেকে গণমানুষের তথা পাঠকের চাহিদা পূরণে এগিয়ে রয়েছে। পত্রিকাটি সব সময়ই সমাজের অন্যায় ও দুর্নীতি পাঠকদের কাছে তুলে ধরছে। সমাজের দর্পণ হিসেবে কাজ করে যাচ্ছে। দৈনিক যুগান্তর ১৭ বছরে পদাপর্ণ উপলক্ষে পত্রিকাটির মালিক, ভারপ্রাপ্ত সম্পাদক, প্রকাশক, কলামিষ্ট, সাংবাদিকসহ সংশিষ্ট সকলকে আমি অভিনন্দন জানাই।
গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গী পাইলট স্কুল এন্ড গালর্স কলেজে শহীদ আহসান উল্যাহ মাস্টার লাইব্রেরীতে টঙ্গী থানা যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে আয়োজিত দৈনিক যুগান্তরের ১৭ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনাসভা ও আনন্দ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
দৈনিক যুগান্তরের ঢাকা (উত্তর) প্রতিনিধি ও টঙ্গী থানা প্রেস ক্লাবের সভাপতি এম এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও টঙ্গী থানা যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি অলিদুর রহমান অলির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া।
এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সাংবাদিক মো. মাহবুবুল আলম, হাজী এস এম মনির উদ্দিন, মো. আফজাল হোসেন, কাজী রফিক, তাওহিদুল ইসলাম, অমল চন্দ্র ঘোষ, মো. জাকির হোসেন, রফিকুল ইসলাম রফিক, আনোয়ার হোসেন মাস্টার, টঙ্গী পাইলট স্কুলের শিক্ষক প্রতিনিধি আবু জাফর আহমেদ, আওয়ামীলীগ নেতা আ. আলীম, মহানগর ছাত্রলীগ নেতা কাজী জামাল উদ্দিন মাসুম,শাকিল শেখ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন টঙ্গী থানা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রকি।সভাপতির বক্তৃতায় এম এম হেলাল উদ্দিন বলেন, ‘সত্যের সন্ধানে নির্ভীক’এই স্লোগানকে লালন করে দৈনিক যুগান্তর পত্রিকা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের সকল অন্যায়, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরছে। সমাজ থেকে অনাচার-অত্যাচার দুর করতে হলে যুগান্তরের বিকল্প নেই।পরে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণস্থান প্রদক্ষিণ করে।