নূরুল আমিন ভোলা প্রতিনিধ।।
আওয়ামী সন্ত্রাসীদের নির্মম হত্যাকান্ডের শিকার ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি আঃ রাজ্জাক রাজার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় জেলা বিএনপি’র কার্যালয়ে ভোলা জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্জ গোলাম নবী আলমগীর’র সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা-৪ আসনের সাবেক সাংসদ ও বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলহাজ্জ নাজিম উদ্দিন আলম।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোঃ ফারুক মিয়া। অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান,যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন,সাংগঠনিক সম্পাদক এনামুল হক,চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া,সিনিয়র সহ-সভাপতি আ,ন,ম আমিরুল ইসলাম মিন্টিজ,ভোলা পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম,
জেলা বিএনপি’র প্রচার সম্পাদক বশির হাওলাদার,চরফ্যাশন পৌর বিএনপি’র সাধারন সম্পাদক খায়রুল ইসলাম সোহেল, ভোলা সদর থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন,মফিজুল ইসলাম মিলন,যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ইয়ারুল আলম লিটন,জেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি জামিল হোসেন অদুদ,জেলা যুবদল আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ,যুগ্ম আহবায়ক কবির হোসেন,চরফ্যাশন উপজেলা স্বেচ্ছাসেবকদল সভাপতি ও উপজেলা বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক সিকদার মোঃ হুমায়ুন কবির, জেলা ছাত্রদল সভাপতি খন্দকার আল আমিন, চরফ্যাশন উপজেলা ছাত্রদল সাধারন সম্পাদক খান মোঃ রাসেল ও চরফ্যাশন সরকারী কলেজ শাখা ছাত্রদল সভাপতি আক্তার হোসেন। এসময় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় নাজিম উদ্দিন আলম বলেন-চরফ্যাশন উপজেলা ছাত্রদল সভাপতি আঃ রাজ্জাকের মতো একজন ত্যাগী ছাত্রনেতাকে আওয়ামী সন্ত্রাসীরা নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে আ’লীগ যে একটি খুনিদের সংগঠন তা আবারও প্রমান করল। এসব খুনিদের বাংলার মাটিতে স্থান নেই। তিনি আঃ রাজ্জাক হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। স্মরন সভা শেষে নাজিম উদ্দিন আলম শহীদ আঃ রাজ্জাকের পিতা মোঃ হোসেন মিয়ার নিকট নগদ ৫০হাজার টাকা অনুদান হস্তান্তর করেন। স্মরন সভায় শহীদ আঃ রাজ্জাকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।