এম.এ কাশেম।।
গাজীপুরের ভাওয়াল গজারী বন থেকে এক অজ্ঞাত নারীর গলাকাঁটা লাশ উদ্ধার করেছে হোতাপাড়া ফাঁড়ি পুলিশ।
লাশের পড়নে ছিল লাল রঙের থ্রি পিছ। আগুন দিয়ে মুখমন্ডল পুড়িয়ে ফেলা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধায় এ লাশ উদ্ধার করা হয়। জানা যায়, গাজীপুর মহানগরের নান্দুয়াইন এলাকার স্থানীয়ভাবে বিষ ফ্যাক্টরী হিসাবে পরিচিত এর সামনের গজারী বনের ভিতর থেকে এ লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক সঙ্গীয় ফোর্সসহ লাশটি উদ্ধার করেন । এস.আই নাজমুল হক জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহাম্মেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। লাশের পরিচয় জানা যায়নি।