ওবাইদুল ইসলাম গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার নামকস্থানে ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছে।
৫ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা অনুমানিক ৭টার সময় ওই ঘটনা ঘটে। নিহতের নাম দেলোয়ারা বেগম (৪৮),শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের বীর মুক্তিযোদ্বা এ বি ছিদ্দিকুর রহমানের স্ত্রী।
পত্যক্ষদূর্শিরা জানান, সিএনজি থেকে নেমে রাস্তা পারাপার হওয়ার সময় ময়মনসিংহ গামী একটি ট্রাক দ্রুত বেগে এসে ওই মহীলার উপরে উঠিয়ে দিলে দ্বিখন্ডিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এসময় ভিক্ষোব্ধ জনতা কয়েকটি গাড়ী ভাংচুর করে,প্রায় ৪৫মিনিট ঢাকা-ময়মনসিংহ মহা সড়ক অবরোধ করে রাখেন।
তেলিহাটি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শফিক সরকার জানান, ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের এমসি বাজার একটি গুরুত্বপূর্ণ জায়গা, রাস্তায় ভিট না থাকায় প্রায় সময় এধরনের দূর্ঘটনা ঘটে।এমসি বাজার একটি ফুটওভার ব্রিজ দেওয়ার কথাও বলেন তিনি।
শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক এস আই দেবা শীষ জানান, ঘাতক ট্রাক ঢাকা মেট্রো ট (১৮-৪৫৭৩) চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় জৈনা বাজার এলাকায় আটক করা হয়েছে,তবে ট্রাকের চালক পালিয়ে যায়।