৫২ মফস্বল ডেস্ক।।
মমিনুর রহমান, বয়স ৩০ বছর। তার দুই চোখ অন্ধ। বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়িতে। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। সংসারের ঘানি টানতে ভিক্ষাবৃত্তি পেশা তার সম্বল।সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে চরম দারিদ্র ও ক্ষুধা বিমোচন সমাবেশে ভিক্ষা না করার অঙ্গীকার করলেন।
শুধু মমিনুর রহমানে নন, তরিকুল ইসলাম, কানা জব্বারসহ প্রায় সহস্রাধিক ভিক্ষুক ভিক্ষা না করার প্রতিশ্রুতি দেন।শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত ভিক্ষুক সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক গোলাম মোস্তফা এমপি, নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক এরশাদ আহসান হাবিব, উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী, উপজেলা নির্বাহী অফিসার, হাসান হাবিব, নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী, নীলসাগর গ্রুপের পরিচালক আবু সালেহ সোহেল রানা, চাঁদমনির প্রতিষ্ঠাতা পরিচালক হাজী পিজিরুল আলম দুলাল, মুক্তিযোদ্ধা কমান্ডার হামিদুর রহমান, বাবু দীপেন্দ্র নাথ সরকার, ইউপি চেয়ারম্যান পরিষদের সভাপতি কামরুল আলম কবির প্রমুখ।
সমাবেশে ভিক্ষা একটি লজ্জা জনক পেশা অবহিত করে সবাইকে ভিক্ষা না করার পরামর্শ দিয়ে তাদের পুনর্বাসনের আশ্বাস দেন বক্তারা। পরে ভিক্ষুকদের মধ্যে খাদ্য সামগ্রী ও কম্বল বিতরণ করা হয়।
এ জাতীয় আরো খবর...