জাহিদ হাসান জিহাদ।।
গাজীপুর মহানগরের কোনাবাড়ী ৮নং ওয়ার্ডের দেওয়ালিয়াবাড়ী দীঘিরপাড়া এলাকায় নির্মানাধীন ঘরে রাতের আঁধারে প্রতিপক্ষের লোকজন আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এবং নির্মানাধীণ বাড়ির মালিককে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছে বাড়ির মালিক মোঃ রুবেল মিয়া।
এলাকাবাসী সূত্রে জানা গেছে জয়দেবপুর থানাধীন মিরপুর মৌজা এস,এ-৩৩১, ৩৩২, আর.এস-৪২৮, ৮৭নং খতিয়ানের এস.এ-৬৬, আর.এস-১২৬, ১২৭নং দাগে ১২ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে দেওয়ালিয়াবাড়ী এলাকার মোঃ আখের মিয়ার স্ত্রী আলিয়া বেগম (৫০) দীর্ঘদিন যাবৎ জমির খাজনাদি সহ পরিশোধ সহ ভোগদখল করে আসছে। সেই মোতাবেক গত ১৫-০১-২০১৬ইং তারিখ সকাল ১১.০০টা ঘটিকার সময় উক্ত জমিতে শ্রমিক মোতায়ন করে ঘর নির্মানের লক্ষ্যে গেলে একই এলাকার নাসিরের ছেলে আজিজুল হক (৩৭) সহ এলাকার কিছু সমাজবিরোধী লোকজনকে নিয়ে উক্ত জমি দখলের জন্য নির্মান কাজে নিয়োগকৃত শ্রমিক সহ জমির মালিক ও ছেলে রুবেল মিয়াকে বিভিন্ন রকম গালিগালাজ সহ বিভিন্ন রকম হুমকি-ধামকি দিতে থাকে এবং জমির কাছে আসলে রুবেলকে খুন করিয়া ফেলবে এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবে বলে আজিজুল হুমকি দিতে থাকে।
উক্ত ঘটনায় রুবেল মিয়া ১৭-০১-২০১৬ইং তারিখে বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি সাধারন ডায়েরী করে যাহার নং-১১৬৩, সে থেকে উক্ত জমিতে কাজকর্ম বন্ধ করে দেয় এবং রুবেল আবার কাজকর্ম ধরলে গত শনিবার রাতে আনুমানিক ১০টা-১১টার দিকে আজিজুলের লোকজন পূর্ব শত্রুতার জের ধরে নির্মানধীন ঘরে আগুন লাগিয়ে দেয়। উক্ত নির্মানধীন ঘরে আগুন লাগা অবস্থায় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভায় পরেরদিন সকালে সংবাদ পেয়ে ৮নং ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ সেলিম রহমান এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্তপূর্বক সুষ্ঠ্য সমাধানের আশ্বাস দেন। জমির মালিক রুবেল মিয়া সাংবাদিকদের জানান আমরা বর্তমানে আজিজুলের কারনে নিরপত্তাহীনতায় ভুগছি এবং মোবাইল ফোনে আজিজুলের লোকজন বিভিন্ন রকম হুমকি-ধামকি প্রদান করছে। এ রিপোর্ট লেখা অবস্থায় মামলার প্রস্তুতি চলছিল বলে রুবেল মিয়া জানান ,তাই বিষয়টির প্রতি গাজীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন কামনা করেছে রুবেলের পরিবার।