৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
জার্মানির বাভারিয়া প্রদেশে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে আট জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো শতাধিক যাত্রী আহত হয়েছে বলে দেশটির গণমাধমসূত্রে জানা গেছে।
বাভারিয়ার রাজধানী মিউনিখের ৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বেড আইবিংয়ে ট্রেন দুটির সংঘর্ষ ঘটে। এতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে বেশ কয়েকটি বগি উল্টে গেছে। জার্মান পুলিশ জানিয়েছে, এখনো অনেক মানুষ দুর্ঘটনাগ্রস্ত ট্রেনে আটকে আছে। তাদের উদ্ধারের চেষ্টা চলছে।বাভারিয়া পুলিশের মুখপাত্র স্টেফান সোনটাং বলেন, এটা গত কয়েক বছরে এই অঞ্চলে হওয়া সবচেয়ে বড় দুর্ঘটনা।
এ জাতীয় আরো খবর...