৫২ জাতীয় ডেস্ক।।
বিএনপির ১৯ মার্চের কাউন্সিল সফল করতে ১টি প্রস্তুতি কমিটি ও ১১টি উপ কমিটি গঠন করা হয়েছে। ১১টি উপ কমিটির আহ্বায়করা প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে রয়েছেন।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।বুধবার রাত সোয়া ৯টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে স্থানী কমিটির বৈঠকে এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। কাউন্সিল পরিচালনা করতে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে।
এ জাতীয় আরো খবর...