
৫২ নিজস্ব প্রতিনিধি।।
কক্সবাজারের টেকনাফের ২ ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৯ কোটি ৬৮ লাখ ৯৪ হাজার টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে।
বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে টেকনাফ ২ বিজিবির সদর দপ্তর মাঠে এসব মাদক ধ্বংস করা হয়। গত ২৬ আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সময়ে বিজিবির সদস্যরা এ সব মাদক আটক করে।এ সময় কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান, ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট আবুজার আল জাহিদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদ ইকবাল, উপ- অধিনায়ক আবু রাসেল ছিদ্দিকী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ পরিদর্শক তপন কান্তি শর্ম্মা, শুল্ক বিভাগের পরিদর্শক সৈয়দ গোলাম রব্বানী, টেকনাফ মডেল থানা র এসআই সুবীর পাল উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর...