৫২ পাবনা,বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) তুচ্ছ ঘটনা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপ ও কর্মচারীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। এ সময় ইটের আঘাতে সালমান হোসেন (৩৫) নামে এক কর্মচারী আহত হয়েছেন।
জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয় চত্বরে দুই জুনিয়র শিক্ষার্থীকে চড় থাপ্পড় মারেন এক সিনিয়র শিক্ষার্থী। এ নিয়ে কথা কাটাকাটির জের ধরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহেদ সাদেকী শান্ত ও সম্পাদক ওলি উল্লাহ গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা লাঠিশোঠা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলে গিয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ল্যাব সহকারী সালমান কথা বলতে গেলে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় ছাত্রলীগ নেতারা কর্মচারী সালমানকে মারধর করে। সহকর্মীকে মারধরের খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মচারীরা ছাত্রলীগ নেতাদের ওপর হামলা চালায়।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় জানান, তুচ্ছ ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ জাতীয় আরো খবর...