নূরুল আমিন ভোলা প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে পৌর ৯নং ওয়ার্ডে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী বাদল কৃষ্ণ দেবনাথের প্রচারনায় বাধা দেয়া,হামলা,মারধরও ছিনতাইর অভিযোগে ছোট ভাই কাজী রাশেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে বড় বোন মহিলা আওয়ামীলীগ নেত্রী দিলারা বেগমের দায়ের করা মামলায় ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী‘র বড় ভাই সহ ২জন জামিনে পান।
বৃহস্পতিবার(১১ফেব্রুয়ারি)চরফ্যাশন সিঃ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে তারা জামিন লাভ করেছে বলে জানা গেছে।
চরফ্যাশন পৌরসভা ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও পৌর যুবদল সভাপতি জাহিদুল ইসলাম রাসেল জানায়,ছোট ভাই কাজী রাশেদের সাথে ব্যাক্তিগত দ্বন্দ্বের জের ধরে মহিলা লীগ নেত্রী দিলারা বেগম গত ৩ফেব্রুয়ারি বিএনপি ওঅঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের জড়িয়ে মামলা দায়ের করে। ওই মামলায় এজাহার নামিয় আসামী আমার বড় ভাই মোঃ ফয়সাল(৪২) ও আমার সহযোগি মোঃ আরিফ(৩৫) বৃহস্পতিবার চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিজ্ঞ কৌশলীর মাধ্যমে জামিন প্রার্থনা করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।