৫২ টঙ্গী প্রতিনিধি ।।
বিএনপির জনপ্রিয় মধ্যম সারির নেতা ফজলুল হক চৌধুরী গত ২২ জানুয়ারী বিকেল ৫ টায় নিজ এলাকায়, সড়ক মেরামত কাজের তদারকির সময় গ্রেফতার হন। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান এ খবরের সত্যতা নিশ্চিত করে জানান, গাজীপুর সিটি করপোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়াড বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরীর বিরুদ্ধে, নাশকতার ঘটনায় একাধিক মামলা রয়েছে।
নিউজ চ্যানেল ৫২ এর অনুসন্ধানে বেরিয়ে আসে আসল তথ্য, এলাকার বিভিন্ন স্তরের মানুষের সাথে যোগাযোগ করে জানা যায়, ওয়াড কাউন্সিলর ফজলুল হক চৌধুরী ওয়াড বিএনপির সভাপতি হলেও তিনি অত্যান্ত নিরিহ প্রকিতির মানুষ, এলাকার মানুষের সেবা ও রাস্তাঘাটের উন্নয়ন এবং নিজ ব্যবসা বানিজ্য দেখাশুনা করেই সময় কাটান তিনি।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক, উক্ত ওয়ার্ডের আ.লিগ নেতা জানান, ফজলুল হক চৌধুরী বিএনপি নেতা ও আমার নির্বাচনী প্রতিদ্বন্ধী হলেও সে সম্পুন্ন ভিন্ন প্রকিতির মানুষ, আমার সাথে তার বন্ধুত্বের সর্ম্পক, আমার জানামতে সে নাশকতার সাথে জড়িত নয়, তাকে রাজনৈতিক উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে, সে জাতীয় রাজনীতির শিকার, আমরা তার নির্শ্বত-মুক্তি চাই।