এম,এ কাশেম (গাজীপুর)।।
শিক্ষককে বলা হয়ে থাকে আদর্শ জাতি গড়ার কারিগর ।
এই স্কুল শিক্ষক কি ছিনতাইকারী হতে পারে ? এমন প্রশ্ন মনিপুর এলাকার সাধারণ জনগন ও অভিবাবকদের ।
যিনি শিক্ষকতাকে নেশা ও পেশা হিসেবে মনে প্রাণে ধারণ করে দীর্ঘ সতের বছর যাবৎ জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছেন মনিপুর এলাকায় । অথচ যিনি জ্ঞানের আলো প্রসারের লক্ষ্যে তিলে তিলে শত-বাধা অতিক্রম করে সাধারন মানুষকে সাথে নিয়ে গড়ে তুলেন মনিপুর মডেল কিন্ডারগার্ডেন নামের একটি প্রতিষ্ঠান ।
যা ভাওয়ালগড় ইউনিয়ন এলাকার মনিপুরের প্রথম কিন্ডারগার্ডেন । যিনি দক্ষতা ও সুনামের সাথে ১৭ বছর যাবৎ পরিচালনা করে আসেছেন প্রতিষ্ঠানটি তিনি আর কেউ নন মনিপুর মডেল কিন্ডারগার্ডেন এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক কমল দেবনাথ।
ছিনতাই এর অভিযোগে যখন প্রিয় শিক্ষক কারাগারে যান তখন হতাশ ও ব্যথিত হন ছাত্র- ছাত্রী, অভিবাবক ও শিক্ষানুরাগী এবং এলাকাবাসী । হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক জানান, কমল দেবনাথকে সকালে বাংলাবাজার রোডের ছিনতাই মামলায় গ্রেফতার করা হয়েছে।