৫২ মফস্বল ডেস্ক ।।
গাজীপুর সদর উপজেলার পিরুজালি ইউনিয়নের বর্তাপাড়া গ্রামের পাঁচ রাস্তার মাথায় গতকাল (সোমবার) দিবাগত রাতে হুমায়ুন কবিরের বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, রাত আনুমানিক ১২.৪০ মিনিটে ২৫ থেকে ৩০ জনের স্বসস্ত্র দল হুমায়ুন কবিরের নির্মানাধীন বাড়িতে হামলা চালায়। এতে তার একটি টিনের ঘর কুপিয়ে ভাংচুর করে ও বাড়ির বাউন্ডারী ভেঙ্গে তছনছ করে দেয়।
এই ঘটনায় স্থানীয় শফিকুল জানান, আমি রাতে আমার গরু দেখতে গোয়ালে গেলে কিছু শব্দ শুনতে পাই। শব্দ শুনে এগিয়ে গেলে দেখি ২০-৩০ জন লোক মাইক্রো দিয়ে পালিয়ে যাচ্ছে। পরে দেখি হুমায়ুনের বাড়ির বাউন্ডারী ও ঘর তছনছ হয়ে গেছে।
স্থানীয় ফজলুল হক জানান, গভীর রাতে হঠাৎ গুলির শব্দ ও চিৎকার চেচামেচিতে ঘুম ভেঙ্গে গেলে আমরা বাড়ির লোকজন ও এলাকাবাসী মিলে ঘটনাস্থলে আসি।এসে দেখি হুমায়ুনের বাড়ির ভাঙ্গাচুরা অবস্থা।
হুমায়ুন কবির জানান, জানুয়ারীর প্রথম সপ্তাহে আমার জমিতে ঘর তৈরির কাজ শুরু করলে স্থানীয় তাইজুল, জব্বার, স্বপন, কাদের, নজরুল, আক্তার, আরিফুলসহ একদল চাঁদাবাজ আমাকে ডেকে নিয়ে, আমার কাছ থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে আমার ঘর তুলতে দেওয়া হবে না বলে হুমকী দেয়। আমি তাদের কথা না শুনে ঘর তৈরির কাজ শুরু করলে তারা আমাকে বিভিন্ন মামলা ও প্রাণ নাশের হুমকী দিয়ে আসতেছে। এই ঘটনায় আমি গত ৭ জানুয়ারী ২০১৬ ইং থানায় সাধারণ ডায়েরী করি, যাহার নং- জয়দেবপুর থানা জিডি নং ৪৫৯।
এই ঘটনায় স্থানীয় সুশীল সমাজ, সুষ্ঠু তদন্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।