৫২ মফস্বল ডেস্ক।।
হবিগঞ্জ (সিলেট)
হবিগঞ্জ জেলার নবীগঞ্জে নিজের স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এক স্বামী।
ঘটনাটি ঘটেছে নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, পাষন্ড স্বামী শিপন মিয়া ও স্ত্রী শেলী বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
তাদের হৃদয় নামের তিন বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ঘটনার পর থেকে পাষন্ড স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।
উপজেলার গুমগুমিয়া গ্রামের মৃত ইসরাইল মিয়ার ছেলে শিপন মিয়া(৩০) সাথে প্রায় চাঁর বছর পূর্বে একই গ্রামের ছনর মিয়ার কন্যা শেলী বেগম (২৩) এর বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলে আসছিল। প্রায় এক মাস পুর্বে শেলী বেগম স্বামীর সাথে ঝগড়া করে বাবার বাড়ি চলে যায় পরে স্থানীয়রা বিষয়টি সমাধান করে শেলী বেগমকে স্বামীর বাড়ি ফিরিয়ে দেন।
ঘটনার দিবাগত রাতে খাওয়া ধাওয়া শেষে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন শিপন ও শেলী বেগম। রাতে ঘুমানোর সময় শেলী বেগমকে পাষন্ড স্বামী শিপন ছুরিকাঘাত করে হত্যা করেছে বলে দাবী করছেন শেলীর পরিবারের লোকজন।
গতকাল সোমবার থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেন। শেলী বেগমের মা সামছুন্নেহার বলেন, “আমার মেয়েরে তার স্বামীর বাড়ির লোকজন খুন করেছে, আমরা তার সঠিক বিচার চাই।
নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) গৌর চন্দ্র মজুমদার জানান, “৪ বছর পূর্বে তাদের বিয়ে হয়েছিল, বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ ছলে আসছিল, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে এটি পরিকল্পিত হত্যা। এদিকে এ ঘটনার পর থেকেই ঘাতক স্বামীকে আটক করতে পারেনি পুলিশ।”