নূরুল আমিন, ৫২ ভোলা দক্ষিন প্রতিনিধি।।
নির্বাচন কমিশন কর্তৃক প্রথম ধাপে ঘোষিত ভোলার ৭টি উপজেলার ৪৫টি ইউনিয়নের মধ্যে ৪৩টি ইউনিয়নে ভোট গ্রহণ হওয়ার সংবাদে সর্বত্র চলছে নির্বাচনী আমেজ। ৪৩টি ইউনিয়নের সম্ভাব্য দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছেন। সম্ভাব্য প্রার্থীদের পক্ষে তাদের সমর্থকদের প্রচার-প্রচারনা বেশ জমে উঠেছে। ইতোমধ্যে ৪৩টি ইউনিয়নের মধ্যে অধিকাংশ ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের তলিকা চুড়ান্ত করা গেলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত অধিকাংশ ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চুড়ান্ত হয় নি বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে,দলীয় প্রতিকে প্রথমবারের মতো ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১৩ ফেব্রুয়ারি তফসিল ঘোষনার পর থেকেই ভোলার ৭টি উপজেলা সদর সহ ৪৩টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সম্ভাব্য চেয়ারম্যান ও ইউপি সদস্য প্রার্থীরা নির্বাচনের প্রাথমিক প্রস্ততি শুরু করেছেন। সম্ভাব্য প্রার্থীদের সমর্থকরা অফিস-আদালত,হোটেল-রেস্তোরায়,পাড়া-মহল্লায় বসে নির্বাচনী ছক আঁটছেন।ফলে ভোলার ৭টি উপজেলার সর্বত্র জমে উঠতে শুরু করেছে নির্বাচনী প্রচার-প্রচারনা।এসব ইউনিয়নে কে হবেন নতুন চেয়ারম্যান তা নিয়েও চলছে চুল ছেঁড়া বিশ্লেষন?
নির্বাচন কমিশন অফিস সূত্র জানায়, ১৩ ফেব্রুয়ারি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ ফেব্রুয়ারি,বাছাই ২৩ ফেব্রুয়ারি,প্রত্যাহারের শেষ দিন ২মার্চ এবং ২২মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
তবে প্রথম ধাপে ঘোষিত তফসিল অনুযায়ী ভোলা জেলার ৪৫টি ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা থাকলেও সীমানা জটিলতার কারনে লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ও দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দিন খান বৃহস্পতিবার(১৮ফেব্রুয়ারি)এ প্রতিনিধিকে জানিয়েছেন। এছাড়া ঘোষিত তফসিল অনুযায়ী ৪৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৪৩টি ইউনিয়নের মধ্যে ভোলা সদর উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে-আলীনগর,বাপ্তা,চরসামাইয়া,চরশিবপুর,ধনিয়া,পশ্চিম ইলিশা,উত্তর দিঘলদী,দক্ষিন দিঘলদী,ভেদুরিয়া ও ভেলুমিয়া।চরফ্যাশন উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।ইউনিয়নগুলোহচ্ছে-
চরমাদ্রাজ,চরকলমি,ঢালচর,মুজিবনগর,নজরুলনগর,চরমানিকা,হাজারীগঞ্জ,জাহানপুর,এওয়াজপুর ও রসুলপুর। বোরহান উদ্দিন উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে-বড়মানিকা,দেউলা,গংগাপুর,হাসান নগর,কাচিয়া,কুতুবা,পক্ষিয়া,সাচড়া ও টবগী। দৌলতখান উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে-চরখলিফা,চরপাতা,মদনপুর,মেদুয়া,উত্তর জয়নগর ও দক্ষিন জয়নগর। লালমোহন উপজেলার ৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে-লালমোহন,বদরপুর,ধলীগৌরনগর ও রমাগঞ্জ। তজুমুদ্দিন উপজেলার ৩টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে-চাঁচড়া,চাঁদপুর, শম্ভুপুর ও মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়ন।