৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
সিরিয়ার হোমসের আযযাহরা জেলায় আজ (রোববার) দু’টি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে।
সিরিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, আযযাহরা জেলার একটি সড়কে ট্রাফিক লাইটের সামনে অপেক্ষারত দু’টি গাড়িতে এক মিনিটের ব্যবধানে বিস্ফোরণ ঘটেছে। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক।
হোমস শহরে জোড়া বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। একটি টিভি চ্যানেলের ভিডিওচিত্রে ক্ষতিগ্রস্ত দোকানপাট,ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ, পুড়ে যাওয়া গাড়ি এবং আহতদের কষ্টের চিত্র দেখানো হয়েছে।
আজকের হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সাধারণত সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলো এ ধরনের হামলা চালিয়ে থাকে।