৫২ ভোলা দক্ষিন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশনের শশীভূষনে প্রেম ঘটিত কারনে মোঃ সোহেল(১৬) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। সোহেল জাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গিয়াস উদ্দিন পাটোয়ারির ছেলে। রবিবার সকাল সাড়ে ১১টায় সকলের অজান্তে বেগম রহিমা ইসলাম কলেজ সংলগ্ন কক্ষের দ্বিতলায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে মোঃ সোহেলরে পরিবারিক সূত্র জানিয়েছে।
এলাকা ও থানা সূত্র জানাগেছে,শশীভূষনের জাহানপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গিয়াস উদ্দিন পাটোয়ারির ছেলে মোঃ সোহেল।
বেগম রহিমা ইসলাম কলেজের একাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র মোঃ সোহেলের সাথে জাহানপুর শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর প্রেমের সম্পর্কের জের ধরে সে গলায় ফাঁস দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে আনার পূর্বেই সে মারা যায়।
শশীভূষন থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল বাশার কলেজ ছাত্রের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে জানান,কলেজ ছাত্র সোহেলের লাশের পোস্ট মর্টেমের জন্য ভোলায় প্রেরনের প্রস্তুতি চলছে।