আজ (সোমবার) সকালে জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া ও তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্যা মির্জা আব্বাসের মুক্তির দাবিতে আয়োজিত এ সমাবেশ আয়োজন করা হয়।
দেশে বিচার বিভাগ নিয়ে কথা বললেই আদালত অবমাননার অভিযোগ আনা হয়, এমন মন্তব্য করে হান্নান শাহ বলেন, বিচার বিভাগ এভাবে চলতে থাকলে এর উপর মানুষের আস্থা একেবারে নষ্ট হয়ে যাবে। আর প্রধান বিচারপতি সাহেব যে রায় দিয়েছেন তা সঠিক। এই রায় অনুযায়ী বর্তমান সরকার অবৈধ। অবসরে রায় লেখা সঠিক নয়। আমি একসময় বিএডিসির প্রধান ছিলাম। এখন যদি গাজীপুরের বিএসডিসি কোনো কর্মকর্তাকে রংপুরে বদলি করি তাহলে কেউ মানবে না। সুতরাং, অবসরে রায় লেখা যায় না।
সরকার তার অপকর্ম ঢাকতে জনগণের মতামতের তোয়াক্কা না করে নিজেদের ইচ্ছামত দেশ চালাচ্ছে এমন অভিযোগ করে বিএনপির এ নেতা বলেন, বর্তমান সরকারের কয়েকজন উকিল আছেন তারা মামলা দিতে ওস্তাদ। তবে এর পরিণাম খারাপ হবে, সে দিন আর বেশি দূরে নয়। বর্তমান সরকার বিএনপির বিভিন্নপর্যায়ের নেতাকর্মীদের নামে ৫০ হাজার মামলা দিয়ে হয়রানি করছে। এ সরকারকে হটাতে না পারলে মামলা থেকে মুক্তি পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে, বিচার বিভাগ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরূপ মন্তব্যের ব্যাখ্যা গ্রহণ করেননি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেইসঙ্গে আগামীকালের মধ্যে হলফনামা আকারে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগরে ৫ সদস্যের বেঞ্চ। সকালে আইনজীবীর মাধ্যমে নিজের ব্যাখ্যা তুলে ধরেন মির্জা ফখরুল।