ভারতীয় শাসনের বিরুদ্ধে লড়াই করা এসব হামলাকারী পরে পালিয়ে পাশের একটি সরকারি ট্রেনিং ইনস্টিটিউট ভবনে আশ্রয় নেয় এবং সেখান থেকে ১২০ জনের মতো প্রশিক্ষণার্থী ও স্টাফকে ভবন ছেড়ে চলে যেতে বাধ্য করে। গতকাল সেখানে ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ এবং সেনাবাহিনী হামলা চালায়।
ভারতীয় সামরিক বাহিনীর মুখপাত্র এন এন জোশি বার্তা সংস্থা এএফপি-কে বলেন, গেরিলাদের গুলিতে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনসহ দুই সেনা নিহত হয়েছেন। এছাড়া, গেরিলাদের সঙ্গে গোলাগুলির সময় একজন বেসামরিক মালিও নিহত হয়েছে। তবে বাকি চারজনের পরিচয় পরিষ্কার নয়।
বন্দুকযুদ্ধ চলার সময় ওই এলাকার বহু লোকজন ঘর ছেড়ে গেরিলাদের সমর্থনে রাস্তায় নেমে আসে এবং সরকারি বাহিনীর ওপর ইট-পাটকেল ছুড়ে মারে বলে সিআরপিএফ কর্মকর্তা ভবেশ্বর চৌধুরীর বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন খবর দিয়েছে।