নজরুল ইসলাম তালুকদার, ৫২ হবিগঞ্জ (সিলেট) ॥
হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সার দুই যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ২টার দিকে ওই সড়কের রত্না নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বানিয়াচং উপজেলার ২নং উত্তর-পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কুতুবখানী গ্রামের ফরিদ মিয়ার কন্যা ও বানিয়াচং বিএসডি মহিলা মাদ্রাসার শিক্ষিকা রেখা আক্তার (৩০) ও হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুক (৫৫)। এছাড়াও এ দুর্ঘটনায় ৩ যাত্রী আহত হন।
জানা যায়, হবিগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি বাস বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। বেলা ২টার দিকে বাসটি রত্না নামক স্থানে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিক্সাকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যান।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
বানিয়াচং থানার ওসি অমূল্য কুমার চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।