৫২ মফস্বল ডেস্ক।।
আমাদের শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি সবার আগে নৈতিক ও আদর্শবান বানাতে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, গতকাল শনিবার ২৭ ফেব্রুয়ারী স্কলার্স হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এম নুরুল ইসলাম শেখ (পি. এইচ. ডি) একথা বলেন।
স্কলার্স হাই স্কুলের প্রধান শিক্ষক আসাদ-উজ-জামানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নরওয়ে ফ্রেন্ডশীফ হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ও অসলো ইউনিভর্সিটি কলেজ নরওয়ের সহযোগী অধ্যাপক জনাব ডক্টর এম নুরুল ইসলাম শেখ, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মোঃ আবু জাফর শেখ, জনাব আজিম উদ্দিন মোড়লের সভাপতিত্তে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আল মদিনা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ ইকবাল হোসেন, তারিকুল ইসলাম রিপন, আলহাজ্ব আবুল হাশেম মোড়ল, আশরাফুল আলম, মঞ্জুরুল হক তালুকদার প্রমুখ। অনুষ্ঠানের আয়োজক ও আহবায়ক ছিলেন স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ ইখতিয়ার হাসান।