৫২ আন্তর্জাতিক ডেস্ক ।।
আমেরিকা আয়োজিত আন্তর্জাতিক নৌমহড়া ‘রিম অব প্যাসিফিক এক্সারসাইজ’ বা ‘রিমপ্যাক’ এ অংশ নেবে চীন। দক্ষিণ চীন সাগর নিয়ে যখন আমেরিকার সঙ্গে টানাপড়েন তুঙ্গে তখন মহড়ায় অংশ নেয়ার ঘোষণা দিল চীন।
আমেরিকার হাওয়াই দ্বীপের উপকূলে প্রতি দু’বছর পর ‘রিমপ্যাক’এর আয়োজন করা হয়। একে বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক মহড়া বলা হয়ে থাকে। অবশ্য মহড়ায় বেইজিংয়ের অংশগ্রহণ বন্ধে তৎপরতা চালিয়েছিলেন মার্কিন কিছু রাজনীতিবিদ।
মহড়ায় অংশ নেয়ার সিদ্ধান্ত ঘোষণা করে বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান বলেছেন, ঐতিহ্যগত নয় এমন সব হুমকি মোকাবেলায় চীনা নৌবাহিনীর উন্নয়ন ঘটাতে সহায়তা করবে ‘রিমপ্যাক’। এছাড়া, মহড়ায় অংশ নেয়ার মধ্যদিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর সঙ্গে পেশাগত অভিজ্ঞতা বিনিময় এবং সহায়তার সুযোগও সৃষ্টি হবে বলে জানিয়েছেন তিনি। তবে, আসন্ন মহড়ায় চীন কয়টি যুদ্ধজাহাজ পাঠাবে সে কথা উল্লেখ করা হয় নি।