প্রথম ওভারেই মোহাম্মদ হাফিজকে ফিরিয়েছে আশীষ নেহরা। ওভারের তৃতীয় বলে কাভার অঞ্চল দিয়ে দারুণ একটি চার মেরেছিলেন হাফিজ। তবে চতুর্থ বলেই হাফিজকে ধোনির গ্লাভসবন্দী করেন ভারতীয় পেসার।
টি-টোয়েন্টি পরিসংখ্যানে পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত। এই পর্যন্ত ৬টি টি২০ খেলেছে দুদল। যার ৪টিতেই জিতেছে ধোনির ভারত।
পাকিস্তানের বিপক্ষে ভারতের সর্বশেষ জয়টি এসেছিল মিরপুরেই। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল ভারত।
পাকিস্তানের সামনে আজ সেই হারের বদলা নেবার সুযোগ থাকছে। অন্যদিকে ভারত চাইবে জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে।
পাক-ভারতের মহারণে ভারতীয় দলে নেই শিখর ধাওয়ান। তার বদলে দলে এসেছেন আজিঙ্কা রাহানে।
ভারত : রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, রিবারট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পাণ্ডে, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আশিষ নেহরা।
পাকিস্তান : খুররম মনজুর, শেরজিল খান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ, উমর আকমল, শহীদ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সামি, মোহাম্মদ আমের, মোহাম্মদ ইরফান।