৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হতে ভারতকে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। ভারত সফরে এসে রোববার প্রথম দিন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ওবামা এ কথা বলেন।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
রোববার তিনদিনের রাষ্ট্রীয় সফরে ভারতে পৌঁছেছেন ওবামা। তার সঙ্গে এসেছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। বিমানবন্দরে প্রোটোকল ভেঙে ওবামাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদি।
নয়াদিল্লিতে হায়দরাবাদ হাউসে ওবামা-মোদি বৈঠক করেন। বিকেলে সেখানে দুজন যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন। এ সময় ওবামা বলেন, জাতিসংঘের সাংগঠনিক সংস্কারে ভারতের প্রস্তাবকে গুরুত্ব দেবে যুক্তরাষ্ট্র।
এ ছাড়া ওবামা বলেন, ভারতের দীর্ঘদিনের দাবি ‘জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যপদ’ প্রাপ্তির জন্য ভারতকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র।
জাতিসংঘের সবশেষ সাধারণ সম্মেলনের ভাষণে বিশ্বের সবচেয়ে বড় এই সংগঠনের সংস্কার দাবি করেন মোদি। তিনি বলেন, ২০ শতকের জাতিসংঘ ২১ শতকে একই রকম থাকতে পারে না। এর সংস্কার প্রয়োজন। ভারত সফরে এসে ওবামা, মোদির সেই দাবিকে সমর্থন করলেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ পেলে বিশ্বের নেতৃত্বে ভারতের গুরুত্ব বেড়ে যাবে বহুগুণ, তা বলাই যায়।