৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
২০০৯ সালের পর থেকে মার্কিন সন্ত্রাসী ড্রোন হামলায় নিহতের সংখ্যা প্রথমবারের মতো প্রকাশ করতে যাচ্ছে হোয়াইট হাউজ। রণক্ষেত্রের বাইরে বিশ্বজুড়ে মার্কিন বিমান হামলার বিষয়টি পর্যালোচনা প্রসঙ্গে ড্রোন হামলায় নিহতদের সংখ্যা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামার অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক শীর্ষ উপদেষ্টা লিসা মোনাকো। ওয়াশিংটনে এক আলোচনায় এ কথা জানান তিনি।
আগামী কয়েক সপ্তাহে এটি প্রকাশিত হবে। অবশ্য মার্কিন বিমান হামলায় নিহত বেসামরিক মানুষের সংখ্যাও এতে উল্লেখ থাকবে বলে জানানো হয়েছে। এ ছাড়া, পরবর্তীতে প্রতি বছর এ সংখ্যা প্রকাশ করা হবে বলে জানান লিসা। ড্রোন কর্মসূচিতে কথিত স্বচ্ছতার জন্য এ সংখ্যা ২০১৩ সালে প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন ওবামা।
আফগানিস্তান, জিবুতি, ইথিওপিয়া, কুয়েত, ফিলিপাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্কসহ বিশ্বের অন্তত ১২টি স্থানে মার্কিন ড্রোনের ঘাঁটি রয়েছে। পাকিস্তানের উপজাতীয় অধ্যুষিত অঞ্চল এবং আফগানিস্তানে প্রায়ই ড্রোন হামলা চালায় আমেরিকা।