রাকিব হাছান পারভেজ, ৫২ গাজীপুর থেকে।।
পুরস্কার নয়, অংশগ্রহণই বড় কথা এই শ্লোগান নিয়ে গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীদের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৯ মার্চ (বুধবার) সম্পন্ন হয়।
শিক্ষার্থীদের উত্তেজনা ও উৎসাহের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিযোগিতা সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাওয়ালগড় ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও ৫নং ওয়ার্ডের মেম্বার শেখ মো: এমদাদুল হক।
সকালে শুরুহওয়া উক্ত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ভাওয়ালগড় ইউপির চাঁর নং ওয়ার্ডের মেম্বার শেখ আবিদ হোসেন বাবুল। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস. এম. কিবরিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের তিন নংওয়ার্ড মেম্বার মো: শাহ্ জাহান মিয়া, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম স্বপন, সংরক্ষিত মহিলা মেম্বার শাহিদা আক্তর, মো: সুরুজ্জামান মৃধা, মো: আমিন উদ্দিন শেখ, বিশিষ্ট সমাজ সেবক শেখ মো: দেলোয়ার হোসেন, কবি ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ভবানীপুর কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আসমা কিবরিয়া লিপি। প্রধান অতিথি তার বক্তব্যে ছাত্র-ছাত্রীদেরকে নিয়মিত লেখাপড়া করে ভাল ফলাফল অর্জন করে বোর্ডের শীর্ষ স্থান দখল করে নেওয়ার জন্য আহবান জানান।
একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দেশ ও জাতি বির্নিমানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পর্ণ আনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের পরিচালক মো: ফরিদ আলম(অব. সৈ.), হাফেজ ইউসুফ আলি।
পরে বিকেল ৫ টায় বিদ্যালয় প্রাঙ্গণে ক্রীড়া প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।পুরস্কার তুলে দেয়ার সময় প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের সাবেক শিক্ষকগণ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।