এম, এ কাশেম, ৫২ ক্রাইম রিপোর্ট।।
গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভার সচিব মনিরুজ্জামান শিকদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পৌরসভার রাজস্ব তসরুপের অভিযোগ উঠেছে।
তার বিভিন্ন অনিয়ম, দূর্নীতির তদন্ত করার জন্য পৌরসভার একাধিক ব্যক্তি সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করেছেন।
২০১২ সালের শ্রীপুর পৌরসভার যোগদানের আগে তিনি ছয় মাসের অধিক চাকুরী করতে পারেননি কোন পৌরসভায় । দীর্ঘ চাঁর বৎসর চাকুরীকালে মন্ত্রণালয় হতে দুই বার বদলীর আদেশ হলেও ক্ষমতার প্রভাব দেখিয়ে বদলী স্থগিত করে বহাল তবিয়তে শ্রীপুর পৌরসভায় এখনও চাকুরী করছেন।
অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, দীর্ঘ চাঁর বৎসর শুধু জঙ্গল, আবর্জনা পরিস্কারের নামে পৌরসভার তহবিল হতে প্রায় কোটি টাকা সরিয়ে নেন সচিব। একজন পৌর সচিব হয়েও টএওচ-২ প্রকল্পের দামী হাইলাক্স গাড়ী ব্যবহার করেন। নিজের ব্যক্তিগত কাজে গাড়ী ব্যবহার করে জালানী নেন পৌরসভা হতে।
শ্রীপুর পৌরসভায় চাকুরী করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে উঠা এই সচিব নামে, বেনামে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় একাধিক প¬ট রয়েছে। এছাড়াও বিভিন্ন ব্যাংকে থাকা পৌরসভার হিসাব থেকে লাখ লাখ টাকা নিজের আত্বতীয় স্বজনের নামের হিসাবে ট্রান্সফার করান। অভিযোগ রয়েছে শ্রীপুর পৌরসভা প্রথম শ্রেণী হওয়ার সকল যোগ্যতা থাকলেও সচিব তার কৃত কর্মে ফাঁস হয়ে যাওয়ার আশংকায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন। অভিযোগের বিষয়ে শ্রীপুর পৌরসভার সচিব মনিরুজ্জামান শিকদার জানান, তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্য।
(চলবে)