৫২ ভোলা দক্ষন প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশনের চরমাদ্রাজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের কেরামতগঞ্জ বাজারে পোস্টার ছেড়াকে কেন্দ্র করে বুধবার রাতে যুবলীগ ও শ্রমিকলীগ সমর্থিত দুই ইউপি সদস্য প্রার্থীর কর্মীদের হামলা-পাল্টা হামলায় কমপক্ষে ১৫ব্যক্তি আহত হয়েছে। এঘটনায় ইউপি সদস্য প্রার্থী আঃ রহমানের ভাই মাইনুদ্দিন বাদী হয়ে চরফ্যাশন থানায় মামলা দায়ের করলে পুলিশ ফিরোজ নামে একজনকে আটক করে বৃহস্পতিবার(১০মার্চ)সকালে ভোলা জেল হাজতে প্রেরন করেছে।
এলাকা সূত্র জানায়,চরমাদ্রাজ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও শ্রমিকলীগ নেতা আঃ রহমানের মোরগ প্রতিকের কেরামতগঞ্জ বাজারে টানানো পোস্টার একই ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ও ইউনিয়ন যুবলীগ সভাপতি হারুন কিবরিয়ার(ফুটবল)সমর্থকরা ছিড়ে ফেলার ঘটনায় চরফ্যাশন থানায় একটি অভিযোগ দায়ের করে। ওই অভিযোগের প্রেক্ষিতে বুধবার সন্ধ্যার পর চরফ্যাশন থানার এস,আই মোহসিন ঘটনাটি তদন্ত করতে কেরামতগঞ্জ বাজারে গেলে পুলিশের উপস্থিতিতেই দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। এসময় কমপক্ষে ১৫ব্যক্তি আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর আহত ইউপি সদস্যপ্রার্থী আঃ রহমানের পিতা ইব্রাহিম(৬০),তার কর্মী মোঃহোসেন(৩০),হাবিব(২৫),ফয়সাল(৩০),শুভ(১৭),নোমান(১৮),আঃ রহমান(৪০) ও আল-আমিনকে স্থানীয়রা উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করতে আনলে রাত সাড়ে ৯টায় হাসপাতালের মধ্যে দ্বিতীয় দফা দু’গ্রুপ হামলা-পাল্টা হামলায় জড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।পুলিশ এঘটনায় হারুন কিবরিয়ার(ফুটবল)সমর্থক ফিরোজকে বুধবার রাতে হাসপাতাল এলাকা থেকে আটক করে বৃহস্পতিবার সকালে ভোলা জেল হাজতে প্রেরন করে।
চরফ্যাশন থানার এস,আই মোহসিন ঘটনার সত্যতা স্বীকার করে এ প্রতিনিধিকে বলেন,ইউপি সদস্যপ্রার্থী আঃ রহমানের ভাই মাইনুদ্দিন বাদী হয়ে ১৭জনকে আসামী করে মামলা দায়ের করলে মামলার এজাহারভূক্ত ২নং আসামী ফিরোজকে বুধবার রাতে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আটক ফিরোজকে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরন করা হয়েছে।