৫২ আন্তর্জাতিক ডেস্ক ।।
উত্তর কোরিয়ার নেতা কিম জ-উন ক্ষুদে পরমাণু বোমার আরো পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’ আজ(শুক্রবার) এ খবর দিয়েছে। আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া বিশাল যৌথ মহড়া চালাচ্ছে তখন এ নির্দেশ দেয়া হলো।
বুধবার কিম ক্ষুদে পরমাণু বোমা তৈরির ঘোষণা দেন। এ জাতীয় বোমা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বসানো যাবে বলে ঘোষণায় বলা হয়েছে। কেসিএনএ আজ জানিয়েছে, নতুন তৈরি ক্ষুদে পরমাণু বোমার ধ্বংস ক্ষমতা পরীক্ষা করে দেখার জন্য এ সব বোমা দিয়ে আরো পরীক্ষার নির্দেশ দিয়েছেন কিম।
২০০৫ সালে প্রথম পরমাণু বোমা তৈরি করে উত্তর কোরিয়া। এরপর ২০০৬, ২০০৯, ২০১৩ এবং চলতি বছর চার দফা পরমাণু বোমার পরীক্ষা করেছে দেশটি। এ ছাড়া, পিয়ংইয়ং নানা দূর ও নিকটপাল্লার ক্ষেপণাস্ত্রও পরীক্ষা করেছে।
ক্ষেপণাস্ত্র এবং পরমাণু পরীক্ষাকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের।