৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
অর্থের প্রয়োজনে এবার দেহব্যবসায় নেমেছে জাপানি বিমান সেবিকাদের একাংশ। পাইলটদের সঙ্গে যৌন সম্পর্কের বিনিময়ে অর্থ আয়ের পথ বেছে নিয়েছেন এসব সেবিকা।
সংশ্লিষ্ট এক বিমান সেবিকার ভাষ্য, যাদের পারিশ্রমিক ৬০০০ পাউন্ডের মতো তারা এখন দেহব্যবসায় নেমেছেন। যৌন সম্পর্কের জন্য তারা ৩০০ থেকে ৪৫০ পাউন্ড দাবি করছেন। লন্ডনের ডেইলি স্টার-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ৩০-এর নিচে যাদের বয়স, তারা চার্জটা আরো বেশি নিচ্ছেন।
ওই বিমান সেবিকা আরো জানান, এ ক্ষেত্রে একটি চক্র গড়ে উঠেছে। যারা দেহব্যবসায় ইচ্ছুক তারা এক সিনিয়র বিমান সেবিকাকে তাদের নম্বর দেন। কোনো পাইলট যদি কারো প্রতি আগ্রহী হন তাহলে ওই সিনিয়র বিমান সেবিকা বিশেষভাবে সংকেত দেন। এ জন্য কত পারিশ্রমিক লাগবে, তাও ঠিক হয়ে যায়।
এ ধরনের খবর ২০০৭ সালেও প্রকাশিত হয়েছিল। তখন এক নারী দাবি করেছিলেন, বিমান সেবিকারা পাইলট ও সহ-পাইলটদের সঙ্গে দেহব্যবসায় নেমেছেন।