৫২ মফস্বল ডেস্ক ।।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় আজ ভোর ৪টা ২০মিনিটে মাটিবাহী ট্রাককে ধাক্ক্ দেয় একটি পুলিশবাহী মাইক্রোবাস এতে পুলিশের এক এ.এস.আই নিহত হন।
জানাগেছে, হোতাপাড়া পুলিশ ফাড়ির এ.এস.আই হারুনুর রশিদের নেত্রিত্বে একটি মাইক্রো নিয়মিত টহলের অংশ হিসেবে বাঘের বাজার এলাকায় টহল দিচ্ছিলেন, ভোরে পুস্পদম রিসোর্টের নিকট রাস্তায় একটি মাটিবাহী ট্রাক বিকল হলে, পিছনে থাকা পুলিশবাহী মাইক্রো ট্রাককে ধাক্কা দেয়, এতে মাইক্রোতে থাকা পুলিশের এ.এস.আই হারুন,কনস্টেবল আঃ জব্বার, কনস্টেবল মানিক মিয়া ও মাইক্রো ড্রাইবার ফারুক গুরুতর আহত হন। আহতদের ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক এ.এস.আই হারুনুর রশিদকে মৃত ঘোষনা করেন। নিহত পুলিশ সদস্যের গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে বলে জানাগেছে, আহত অপর তিনজনের অবস্থাও আসংকাজনক বলে জানাগেছে।
এ ব্যাপারে মাওনা হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, বাঘের বাজার এলাকার পুস্পদম রিসোর্টের নিকট একটি বিকল ট্রাক যাহার নং- ঢাকা মেট্রো- ট ১৬ ৫২০০ কে পিছন থেকে একটি পুলিশবাহী মাইক্রো ধাক্কা দিলে উক্ত দুর্ঘটনা ঘটে। ট্রাকের ড্রাইবার পলাতক রয়েছে।আমরা র্দুঘটনা কবলিত যান দুইটি হেফাজতে নিয়েছি। ও পরবর্তী ব্যবস্থ্যা গ্রহন করছি।