ইয়ামিন হোসেন ও ইব্রাহিম খলিল, ৫২ ভোলা থেকে।।
ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নে আগামী ৩১ মার্চ শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ধাপে নির্বাচন। আর সেই নির্বাচনে ৪নং ওয়ার্ডের ভোটারের জরিপে এগিয়ে আছেন প্রাক্তন মেম্বার মরহুম আঃ কাদির হাওলাদার এর জোষ্ঠ পুত্র বর্তমান মেম্বার জনাব ইকবাল হোসেন হাওলাদার।
ঐ ওয়ার্ডের সাধারণ ভোটারের সাথে কথা বলে জানাযায় গত ইউপি নির্বাচনে ২নং ইলিশা ইউনিয়ন ৪নং ওয়ার্ডের নির্বাচনে তার প্রতিপক্ষ প্রার্থীকে হারিয়ে এক তৃতীয়াংশ ভোটে জয়লাভ করেন।তার বাবার ঐতিহ্য সে দরে রেখেছে এটাই তার বড় সাফল্য। তাছাড়া ২নং ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জুয়া খেলা দমন ও সুষ্ঠ শালিশ বিচার সহ বিভিন্ন রিলিপ বিতরণে অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছে। তাছাড়া তার মধ্যে কোন স্বজনপীতির অভিযোগ নেই।
২নং ইলিশা ইউনিয়নের ঐ ওয়ার্ডের ভোটার মোঃ জাহাঙ্গীর ফকির, রফিক মাতাব্বর, নিজাম মোল্লা, ছগির মাষ্টার, রুহুল আমিন মোল্লা সিরাজ মাষ্টার, খোরশেদ মনসাদ, আবু ম্যানেজার, ছগির মাঝি, হেলাল মোল্লা আলাম মেলেটারী, মালেক মাঝি নিউজ চ্যানেল ৫২ প্রতিবেদককে বলেন, ইকবাল হাওলাদার বিগত দিন মানুষের সাথে মিশে যে ক্যারিয়ার অর্জন করেছেন তার সেই ক্যারিয়ারই তাকে এবারও ভোটাররা নির্বাচিত করবে ইনশাআল্লাহ। কারণ, এই ওয়ার্ডের জনপ্রিয ও তরুণ নেতৃত্ব হিসাবে ইকবাল হাওলাদার অন্য এক দৃষ্টান্ত স্থাপন করেন। এ ব্যপারে ইকবাল হাওলাদারের সাথে যোগাযোগ করলে তিনি এই প্রতিবেদকে মোবাইল ফোনে জানান আমি বিগত দিন যদি ভাল কাজ করে থাকি তাহলে ভোটারেরা আমাকে এবারও নির্বাচিত করবে। যদি সুস্থ্য ভোট হয় তাহলে আমি ইনশাআল্লাহ আবারও মেম্বার হবো। আপনাদের মাধ্যমে প্রশাসনের ও নির্বাচন কর্মকর্তাদের কাছে আমার আবেদন ২নং ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচন যেন সুস্থ্য ভাবে সম্পূর্ণ হয়।