৫২ ভোলা দক্ষিন প্রতিনিধি।।
ভোলার লালমোহন ইউনিয়নে আ’লীগ মনোনিত চেয়ারম্যানপ্রার্থী শাহজাহান মিয়ার সমর্থকরা সশস্ত্র হামলা চালিয়ে একই ইউনিয়নের আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যানপ্রার্থী মিজানুর রহমান কামরুল’র(মোটরসাইকেল)নির্বাচনী অফিস ভাংচুর করেছে।
নৌকা প্রতিকের সমর্থকরা রাতে বিদ্রোহী প্রার্থীর মিয়া প্লাজা নামক একটি মার্কেট ও একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছে। হামলাকারীদের মারধরে আরটিভি’র ক্যামেরাম্যান ইউসুফ সহ বিদ্রোহী প্রার্থীর ২৫ নেতা-কর্মী আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লালমোহন বাজারে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়,লালমোহনের ফুলবাগিচা বাজারে মঙ্গলবার(১৫মার্চ)বিকালে আ’লীগ প্রার্থীর কর্মীরা বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান কামরুলের সামনেই তার এক কর্মীকে মারধর করে।এ ঘটনার সংবাদ পেয়ে বিদ্রোহী প্রার্থীর কর্মী আরিফ ক্ষিপ্ত হয়ে মিয়ারহাট বাজারে নৌকা প্রতিকের প্রচার মাইক ভাংচুর করে। এখবর লালমোহনের সর্বত্র ছড়িয়ে পড়লে আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের কর্মীরা নির্বাচনী আচরন বিধি লংঘন করে লালমোহন বাজারে দুইশতাধিক মোটর সাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দিয়ে লালমোহন বাজার ও আশপাশে আতংক সৃষ্টি করে।
সশস্ত্র আ’লীগ কর্মীরা রাত সাড়ে ৭ টায় মিয়ারহাট বাজারে গিয়ে বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান কামরুলের নির্বাচনী অফিস ভাংচুর করে ও বিভিন্ন এলাকায় গিয়ে বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মারধর করে। রাত সাড়ে ৮ টায় সশস্ত্র ওই কর্মীরা বিদ্রোহী প্রার্থীর লালমোহন বাজারের সদর রোডের মিয়া প্লাজা নামক মার্কেটের ব্যবসায়ী ও পাশের সুপারী আড়তের কর্মচারীদের মারধর করে তালা ঝুলিয়ে দেয়।
নৌকা প্রতিকের সমর্থকদের হামলা ও তান্ডবের ছবি তুলতে গেলে আরটিভি’র ক্যামেরাম্যান ইউসুফকে(৩৫)মারধর করে ও ক্যামেরা ভাংচুর করে।এসময় হামলাকারীরা দুটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।আ’লীগ কর্মীদের হামলায় আহতদের স্থানীয়রা উদ্ধার করে লালমোহন হাসপাতাল ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
এদিকে হামলায় আহত আরটিভি’র ক্যামেরাম্যান ইউসুফকে লালমোহন হাসপাতালে ভর্তি করলে রাতে হাসপাতালে গিয়ে তার শারিরিক অবস্থার খোঁজ খবর নেন লালমোহন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ,ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার,প্রেসক্লাব সভাপতি মোঃ আঃ সাত্তার,বিশিষ্ট সাংবাদিক ও যুগান্তর প্রতিনিধি জসিম জনি,প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম মাকসুদ,রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক মাকসুদ উল্লাহ ও সাংবাদিক ফোরাম সভাপতি এনামুল হক রিংকু সহ লালমোহনের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।