৫২ জাতীয় ডেস্ক।।
সাংবাদিক দম্পতি সাগর-রুনীর খুনিদের চিহ্নিত, গ্রেপ্তার ও বিচার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। গতকাল দুপুর ১২টায় ডিআরইউ চত্বরে আনুষ্ঠানিকভাবে এ গণস্বাক্ষর উদ্বোধন করেন ডিআরইউর সভাপতি জামাল উদ্দীন।সময় ডিআরইউর সহসভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জামাল হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাফি কামাল, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হালিম মোহাম্মদ, ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান, কল্যাণ সম্পাদক জিলানী মিলটন, কার্যকরী সদস্য শেখ মাহমুদ এ রিয়াত, শফিকুল ইসলাম শামীম ও মহসিন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মসূচির প্রথম দিনে শতাধিক সাংবাদিক স্বাক্ষর করেন এবং সাগর-রুনির খুনিদের দ্রুত বিচারের দাবি জানান। এর আগে গত ১১ই মার্চ ডিআরইউ আয়োজিত সংবাদ সম্মেলনে ১৫ই মার্চ থেকে মাসব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি ঘোষণা করা হয়। সাংবাদিকদের গণস্বাক্ষরসহ স্মারকলিপি প্রধানমন্ত্রীর কাছে পেশ করা হবে। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনী রাজধানীর রাজাবাজারে তাদের নিজ বাসায় নির্মম হত্যাকান্ডের শিকার হন।