৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়াকে দুর্বল করে দিচ্ছে তুরস্ক। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শুকরির সঙ্গে রাজধানী মস্কোয় এক সংবাদ সম্মেলনে বুধবার এ কথা বলেছেন ল্যাভরভ। তিনি বলেন, সিরিয়ার কুর্দি অধ্যুষিত এলাকায় গোলাবর্ষণের মাধ্যমে তুরস্ক যুদ্ধবিরতি বিনষ্ট করছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরাক ও সিরিয়ার কুর্দি এলাকাগুলোতে তুরস্কের হামলা সম্পর্কে মস্কো সম্পূর্ণ সচেতন রয়েছে। তুরস্ক যা করছে তা মূলত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও ত্রাণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। সিরিয়ায় রাজনৈতিক প্রক্রিয়া শুরুর বিষয়েও তুর্কি পদক্ষেপ বাধা সৃষ্টি করছে।
এর আগে চলতি সপ্তাহের প্রথম দিকে রুশ মন্ত্রী তুরস্ককে অভিযুক্ত করে বলেছেন, সিরিয়া সীমান্তের ভেতরে তৎপর রয়েছে তুর্কি সেনারা। তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে যেন, সিরিয়ার ভূখণ্ডে হামলা চালানো তাদের সার্বভৌম অধিকার।
সিরিয়ায় গত ২৭ ফেব্রুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে এবং বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভা শহরে সিরিয়া বিষয়ে আলোচনা চলছে।