ওবাইদুল ইসলাম গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুর সদর উপজেলার ডগরী দক্ষিন পাড়া গ্রামে এক ভণ্ডপীরের আবির্ভাব ঘটেছে, সে এখন নিজেকে নবি বলে দাবি করেন।নাম শরিফুল ইসলাম সাফু পিতা মৃত:নূরুল হক মুন্সী দির্ঘ চাঁর থেকে পাঁচ বছর যাবৎ এলাকার রিক্সা চালক,গার্মেন্টস কর্মী,বিভিন্ন জেলা থেকে এসে বসবাস করেছেন তাদের কাছে প্রথমে দয়াল নামে পরিচিত হন।
শাহ্ সুফী হযরত খাজা মোশারফ হোসেন চিশ্তী মুশু বাবা দরবার শরিফ নাম দিয়েছেন আস্থানার এবং প্রতি বৃহস্পতি বার রাতে ভক্তদের খাবার ব্যবস্থা করেন।শরিফুল ইসলাম সাফু এক জন ঝুট ব্যবসায়ি,নামাজ,রোজা,কিছুই বিশ্বাস করেন না তাহার কোন পাপ নেই বলে বেড়ান ।ধর্মীয় মূল্যবোধে আঘাত হানার কারণে গ্রামবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বিরাজ করছে চাপা উত্তেজনা। ভণ্ডপীরের বিরুদ্ধে এখনই আইনি ব্যবস্থা গ্রহণ করা না হলে গ্রামে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
জানা গেছে, কয় দিন ধরে নিজেকে নবি দাবি করছে। দিন দিন তার অসঙ্গতি কথাবার্তা ও আচরণে গ্রামবাসীর মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। অবশেষে গত ১০ মার্চ (বৃহস্পতিবার) আবার ও মহিষ জবাই করে ভক্তদের খাবার ও তিন দিন ভরে দোয়া দেওয়ার আয়োজন করেন। এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এ এস আই হারুন মিয়া তার ফোর্স নিয়ে রাতে ভণ্ডপীরের ভণ্ডামি বন্ধ করে আসেন ।তার পরেও এলাকায় নিজেকে নবি বলে প্রচারনা চালাচ্ছেন ।