৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুর সদর উপজেলার ডগরী দক্ষিন পাড়া গ্রামে জিন্দা নবি রাসুল দাবিদার ভন্ড শরিফুল ইসলাম সাফুকে গ্রেফতার এবং তার আস্তানা স্থায়ীভাবে সিলগালা কারার দাবিতে আজ শুক্রবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বি,কে,বাড়ী গ্রামে স্মরণকালের সর্বৃবৃহৎ বিক্ষোভ করেছেন বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপ্রাণ মুসল্লিরা।
শরিফুল ইসলাম সাফু নিজেকে জিন্দা নবি বলে দাবি করেন এমন সংবাদ এলাকায় এবং বিভিন্ন পত্র পত্রিকায়,অনলাইন মিডিয়াতে প্রকাশিত হলে গ্রেফতার ও সুষ্ঠ বিচারের দাবিতে তারা প্রতিবাদ সমাবেশ করেন। ভন্ড নবি দাবিদারের বিরুদ্ধে বি,কে,বাড়ী গ্রামে প্রতিবাদ সমাবেশ হচ্ছে,এমন সংবাদ পেয়ে হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক গঠনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে শরিফুল ইসলাম সাফুকে আটক করে থানায় সোপর্দ করেন।