জাহিদ হাসান জিহাদ ।।
টঙ্গীর হায়দরাবাদ ছলিম সরকার মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ শনিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নিউ মন্নু ফাইন কটন মিলসের চেয়ারম্যান হাজী মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কাউসার সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা স্বেচ্ছাবেক লীগের আহ্বায়ক মতিউর রহমান মতি, গাজীপুর সিটি কর্পোরেশন কাউন্সিলর মোঃ মাসুদুল হাসান বিল্লাল, বিদ্যালয় পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মহসিন সরকার, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব আমান উদ্দিন সরকার, কাইয়ুম সরকার, বদরুল আলম পাশা, যুবলীগ নেতা শাহীন আহমেদ মিশু, লিটন মহাজন, মশিউর রহমান সরকার বাবু, রেজাউল করিম, বিদ্যালয় প্রধান শিক্ষিকা জেরিনা ফেরসৌসী দিপু, মোঃ রেজাউল করিম, হাফেজ মোঃ জাহাঙ্গীর হোসাইন, মনিরা আক্তার, ফারজানা আক্তার, শারমিন সুলতানা সোনালী, শ্যামলী আক্তার, মুক্তা আক্তার, রাবেয়া আক্তার, মেহেদী হাসান, তুষার রহমান, শারমিন সুলতানা খুকু, মাজেদা বেগম প্রমুখ।আলোচনা সভা শেষে দেশের প্রখ্যাত শিল্পী নিশিতা বড়–য়া, মং, বকুল, শারমিন আক্তার ও বিদ্যালয় ছাত্রছাত্রী ও বেসরকারি টেলিভিশনের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।