৫২ বিশেষ ডেস্ক।।
যুগের সাথে তাল মিলিয়ে দেশ কে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত তরুন প্রজন্ম।
আজকাল প্রজন্মকে সাজাতে ফ্যাশনেও তাই বৈচিত্রের বাহার। দেশের ফ্যাশনসম্মত পোশাকের চাহিদা কে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে নতুন পুরোনো অনেক ডিজাইনার। অনেকে অনলাইন বিজনেস এর প্রসার ঘটাতে কাজ করে যাচ্ছে। তেমনি একজন নবীন ডিজাইনার মারজীয়া মেহজাবীন জ্যাকুইলিন।
সম্প্রতি শেষ করলেন ফ্যাশন ডিজাইন এ স্নাতক বিষয়ক পড়াশোনা। অনলাইন বিজনেস এর সম্প্রসারণে উদ্যোক্তা হয়ে কাজ করছেন ফ্রিল্যান্সার হিসেবে।
তার পরিকল্পনা জানতে চাওয়ায় তিনি বলেন, ‘বাংলাদেশে এখনো অনেক শিক্ষিত নারী রয়েছে, যারা সংসার ও সন্তানের জন্য বাহিরে কাজ করতে অগ্রসর হন না। তাদেরকে উৎসাহিত করার জন্য কাজ করে দৃষ্টান্ত স্থাপন করতে চান উদ্যোক্তা নিজেই। মেয়েরা কর্মঠ হলে দেশের জনবল সমৃদ্ধ হবে বলেও মনে করেন তিনি।
সম্প্রতি কাজ করছেন ২০১৬ এর পহেলা বৈশাখের কালেকশন দিয়ে তার নিজস্ব অনলাইন ফেসবুক পেজ ‘‘TOIVE’’ কে সাজাতে। হাল ফ্যাশন আর গ্রীষ্মের প্রখর তাপের কথা চিন্তা করে বেছে নিয়েছেন নরম দেশীয় কাপড় আর আদ্র রঙ কে। বেশ কিছু ম্যাগাজিনের জন্য কাজ করেছেন বলে জানালেন মারজিয়া।
মিডিয়াতে কাজ করার আগ্রহ আছে কিনা জানতে চাইলে নিউজ চ্যানেল ৫২ কে তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম কে ফ্যাশনসম্মত ও রুচিশীল হওয়ার জন্য প্রয়োজনীয় সব মাধ্যমেই কাজ করার আগ্রহ আছে।
নিজের সম্পর্কে জানতে চাইলে তিনি আরো যোগ করে বলেন, ‘আমি ভ্রমন বিলাসী। প্রকৃতি আমাকে ভাবতে,আঁকতে উৎসাহিত করে। তাই দেশের বাইরে আরো পড়াশোনা করার ইচ্ছা আছে। নতুনত্বের প্রতি আমার ঝোঁকটা একটু বেশি, বই পড়তে অনেক ভালোবাসি। গান করি নিতান্তই নিজের জন্য।’
দেশের জন্য সামনে কি করার পরিকল্পনা আছে এমন প্রশ্নে নতুন এই ডিজাইনার বলেন, দেশকে আরো এগিয়ে নেওয়ার লক্ষে আমার এই পথচলা।